বিনোদন ডেস্ক: লকডাউন শুরুর পর থেকে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা তারকাদের তালিকায় এক নম্বরে রয়েছে কনিকা কাপুরের নাম। বলিউডের গায়িকা ‘বেবি ডল’ খ্যাত কনিকা প্রথম ইন্ডাস্ট্রিতে করোনাভাইরাস আক্রান্ত তারকা। দীর্ঘদিন হাসপাতালে থেকে করোনাজয়ী হওয়ার পর এখন লখনউতে নিজের বাড়িতে রয়েছেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে শুরু হওয়া করোনা বিতর্কে মুখ খুললেন তিনি।
কনিকা করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল বিতর্ক। তিনি কোয়ারেণ্টিনে না থেকে লখনউতে একাধিক তারকার সঙ্গে একাধিক পার্টিতে গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। এবার সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন গায়িকা।
অভিযোগ উঠেছিল, ইউকে থেকে ফিরে নিজের ট্র্যাভেল হিস্টোরি এর আগে গোপন রেখেছিলেন তিনি। পরে জানা যায়, কনিকার যাওয়া এক পার্টিতে ছিলেন যোগী মন্ত্রিসভার একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী। যদিও তাদের সবারই করোনা নেগেটিভ এসেছিল।