শাহজাহানপুর :
বগুড়া শাজাহানপুর উপজেলার পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন (ছান্নু) ব্যক্তিগত অর্থায়নে শাজাহানপুর উপজেলাধীন পৌর এলাকায় অসচ্ছ্বল ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
রবিবার (২৬) এপ্রিল শাজাহানপুর উপজেলাধীন পৌরসভার ১৩ ও ২১ নং ওয়ার্ড ঘুরে ঘুরে অসহায়, কর্মহীন ও অসচ্ছ্বল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে বিতারিণ করেন শাজাহানপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
পৌরএলাকায় খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাবু উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, উপজেলা ছাত্রলীগের প্রতিষ্টাতা সাবেক সভাপতি নুরুন্নবী তারেক,ছাত্রলীগ নেতা ইমরান, যুবলীগ নেতা এরশাদ প্রমুখ।