চম্পক কুমার, জয়পুরহাট:
অযৌক্তিকভাবে বাস ভাড়া বৃদ্ধি’র প্রতিবাদে এবং জ্বালানি তেলের মূল্য ৫০ ভাগ কমানোর দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা বাম-গনতান্ত্রিক জোটের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও জেলা সিপিবির সাধারন সম্পাদক এম.এ রশিদ, বাসদ আহবায়ক ওয়াজেদ পারভেজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের আহবায়ক মাহমুদুল করিম সহ অন্যান্যরা।বক্তারা বলেন, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ঠিক এই দুর্যোগপূর্ণ সময়ে সরকার লকডাউন তুলে দিয়ে বাসের ভাড়া বৃদ্ধি করেছে। অবিলম্বে জ্বলানি তেলের মূল্য কমিয়ে বাসের ভাড়া বৃদ্ধি করা থেকে পিছিয়ে আসতে হবে। অন্যথায় দেশের জনসাধারণকে সাথে নিয়ে এর প্রতিবাদ করা হবে।