স্পোর্টস ডেস্ক: অনলাইনে চলছে মুশফিকুর রহীমের টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটের নিলাম। ৬ লাখ টাকার ভিত্তিমূল্যে ব্যাটটি নিলামে তুলেছে নিবকো স্পোর্টস ম্যানেজমেন্টের সহযোগী প্রতিষ্ঠান ‘স্পোর্টস ফর লাইভ’। তাদের অনলাইন প্ল্যাটফর্ম পিকাবোয় তোলা নিলামে বুধবার বেলা ১১টায় দেখা গেছে ব্যাটটির দাম উঠেছে ৫০ লাখ ১৯ হাজার ৪ টাকা! আর বিড পড়েছে ৬৫টি।
শনিবার শুরু হয় মুশফিকের ব্যাটের নিলাম। তবে প্রচুর ভুয়া বিডিং পড়েছে। প্রথম রাতে দাম ওঠে ৩২ লাখ। পরে জানা যায় সেটি ভুয়া। ১২ই মে এক লাফে ৩২ থেকে ৪০ লাখে উঠে যায় দাম। সংবাদমাধ্যমে সেই খবরও প্রচার করা হয়। কিন্তু দেখা গেছে সেটিও ভুয়া।
দাম বলা ব্যক্তি উধাও!
নামে-বেনামে বিভিন্ন বিড হওয়ায় নিলাম কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে গতকাল রাতে সেটি পুনরায় শুরু হয়েছে। নিলাম চলবে আগামীকাল রাত পর্যন্ত।
মুশফিকের এই ব্যাটে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস জড়িত। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে এ ব্যাট দিয়েই মুশফিক হাঁকিয়েছিলেন ডাবল সেঞ্চুরি। দেশের টেস্ট ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি সেটি।