নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ছয় মাস ধরে বেতন না পাওয়া ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও ইমামগন। বেতন বন্ধ থাকায়
মানবেতর জীবনযাপন করছিলেন অর্ধ শতাধিক পরিবার।
সামাজিক অবস্থানের কারনে কারও কাছে হাত পাততে পারছিলেন না।এর মধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। পরিবার পরিজন নিয়ে দুঃশ্চিন্তায় ছিলে গন শিক্ষা কার্যক্রমের ইমাম ও শিক্ষকগন।
তাদের এই দুর্দশার কথা জানতে পারেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর। তাৎক্ষনিক সহযোগীতার উদ্যোগ নেন তিনি।
শনিবার (২৫ এপ্রিল) ইমাম ও শিক্ষকগনকে ডেকে নিয়ে আসেন উপজেলা পরিষদে। এরপর তাদের হাতে তুলে দেয়া হয় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রী হাতে পেয়ে হাসি মুখে বাড়ি ফিরেন ইমাম ও শিক্ষক গন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর বলেন, ৫৫ জনের মত ইমাম ও শিক্ষক মানবেতর জীবন যাপন করছিলেন।আমি জানা মাত্রই তাদেরকে খাদ্য সহায়তা দিয়েছি। তিনি বলেন কোন মানুষই অভুক্ত থাকবেন না। সেই নীতি কাজ করে যাওয়া হয়েছে।