নিজস্ব প্রতিবেদকঃ দেশের এই ক্রান্তিলগ্নে করোনা পরিস্থিতিতে বিপর্যস্ত দেশের জনসংখ্যার সিংহভাগ মানুষ। দরিদ্রতা ও স্বল্প আয়ের মানুষের অবস্থা আরো ভয়াবহ।করোনা পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা,অনেকে জীবনের দৈনন্দিন চাহিদাও পূরণ করতে পারছে না। মানবিক কারনে এসব মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে বগুড়া ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজের এস.এস.সি ২০০২ ও এইচএসসি ২০০৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। তারা ব্যক্তিগত তহবিল গঠন করে, ৩শত পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরনের উদ্যোগ গ্রহণ করে,যার নাম তারা দেয় ‘উপহার’ । সে অনুযায়ী প্রতিটি প্যাকেটে চাল,ডাল,তেল,লবণ,আলু, পেঁয়াজ ও সাবান সরবরাহ করা হয়। উপহার সামগ্রীর একটি অংশ বগুড়া শহর ও এর আশেপাশের এলাকার দুস্থ অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে বিতরণ করা হয়, পাশাপাশি সারিয়াকান্দি উপজেলায় হোম কোয়ারান্টাইনে থাকা পরিবারগুলোর মধ্যে ১৩০ টি পরিবারের জন্য উপহার সামগ্রী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সর (UHFPO) ডাঃ মোঃ মাহমুদুর রশিদের তত্ত্বাবধানে বিতরনের জন্য হস্তান্তর করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সাবেক শিক্ষার্থীরা তাদের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রয়াস ব্যক্ত করেন। সেই সাথে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। উক্ত কার্যক্রমের সার্বিক সহযোগিতা,তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিল মালতিনগরস্থ অত্যাধুনিক অটোমোবাইল ওয়ার্কশপ অটোক্র্যাফটের মালিক ও কর্মচারীবৃন্দ।