শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু।
এসময় ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে নগদ অর্থ ও খাবার সামগ্রী দেন। ভবিষ্যতেও আর্থিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান ওই বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলেন। এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে শান্ত্বনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক বাদশা আলমগীর, ইউপি সদস্য আব্দুল রহমান, ইউপি মহিলা সদস্য জোসনা বেগম প্রমুখ।
পরিদর্শন কালে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্য সামগ্রি তুলে দেন উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু। পরবর্তীতে ক্ষতিগ্রস্থ পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় সোহরাব হোসেন ছান্নু বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। এই পরিবারে ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে খাদ্য সামগ্রি দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও সহযোগিতা করা হবে।