আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
ঈদ উপলক্ষে চট্রগ্রাম ও গাজীপুর ফেরত বগুড়ার আদমদীঘিতে একই পরিবারের স্বামী-স্ত্রী ও ছেলেসহ চারজনের করোনা পজেটিভ এসেছে।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান।
তিনি জানান, গাজীপুরের কোনাবাড়ী থেকে গত ২৫ তারিখে এক যুবক উপজেলার শিববাটী তিলচ গ্রামে নিজ বাড়িতে আসেন। এরপর ২৬ তারিখে তার নমুনা সংগ্রহ করা হয়। অপরদিকে গত ২৭ তারিখে চট্টগ্রাম ফেরত উপজেলার সান্তাহার ইউপির ঢেকরা গ্রামের একই পরিবারের তিন সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। তাদের সকলের নমুনা পরিক্ষার জন্য বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে পাঠানো হয়।