মুনিরুজ্জামান মুনির, নন্দীগ্রাম প্রতিনিধি:
করোনা দুর্যোগে সবাইকে একযোগে কাজ করতে হবে। আসুন আমরা সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াই।
মঙ্গলবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন, বগুড়া জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসনে রানা।
করোনা দুর্যোগের শুরু থেকে অসহায় ও হতদরদ্রি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া র্পযন্ত এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখবেন তিনি।
নন্দীগ্রাম পৌর এলাকার রানার চত্বরে তার নিজস্ব কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এসময় তিনি আরও বলেন, করোনা ভাইরাস নিয়ে কেউ যেন গুজব ছড়াতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হব।
পরে তিনি সাংবাদিকদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।