আমিন ইসলাম:
বগুড়া পৌরসভার ১৫নংকাউন্সিলর এবং জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পক্ষ থেকে ঈদের দিনে ৩১ পরিবারে মুরগি বিতরন করলেন মমিন মন্ডল আমিন ইসলাম।
আজ সোমবার ঈদের দিন সাকালে মুরগী বিতরণ করা হয় ছোট কুমিরা এলাকার কর্মহীন পরিবারের মাঝে।
পরিবারের পুষ্টির চাদিহা বিবেচনা করে ও এলাকায় পোল্ট্রি শিল্পকে ক্ষতির পরিমাণ কমাতে এসব মুরগি বিতরণ করা হয়েছে।
গরীব ও অসহায় মানুষের পুষ্টি চাহিদা মেটাতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেন মমিন মন্ডল।
সমাজসেবক মমিন মন্ডল জানান, এরপর থেকে আরো অসহায় নিরীহ মানুষের পাশে দাড়াবেন তিনি। আরো জানান, বিভিন্ন এলাকা থেকে চাল, ডাল ও তেলের পাশাপাশি অন্যান্য কিছু পান এসব মানুষ।