বিনোদন ডেস্ক: করোনা ভাইরাসের কারণে মার্চ মাসের শেষের দিক থেকে অন্য সব কিছুর মতো টিভি নাটকের শুটিংও বন্ধ আছে। ফলে এবার ঈদে টিভি চ্যানেলগুলোতে তারকা শিল্পীদের নাটক কম থাকছে। লকডাউনের আগে কয়েকজন শিল্পী ঈদের জন্য কিছু নাটকে অভিনয় করেছেন। এদের মধ্যে জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন একজন। এবারের ঈদে তাকে পাঁচটি নাটক দেখা যাবে বলে জানান তিনি। এর মধ্যে রয়েছে সকাল আহমেদের পরিচালনায় দুটি, শাহনেওয়াজ রিপনের দুটি এবং নিয়াজ মাহবুরের একটি নাটক। এ নাটকগুলো প্রসঙ্গে মিলন বলেন, লকডাউন দেয়ার কারণে আমার অন্তত একডজন ঈদের নাটকের কাজ বাতিল করতে হয়েছে। তবে এই পাঁচটি নাটক নির্মাতারা আগেই শেষ করায় ভোগান্তিতে আর পড়তে হয়নি তাদের।
এদিকে চলতি বছরের শুরুর দিকে আমার শুটিং করা কয়েকটি খন্ড নাটক এই ঈদে প্রচার হতে পারে। সেগুলো ঈদের নাটকের তালিকায় যুক্ত হলে ভালোই হবে। অন্যদিকে হোম কোয়ারেন্টিনে থেকে তিনটি ছবির গল্প নিয়ে কাজ করছেন এ অভিনেতা। এছাড়া অভিনয়শিল্পী সংঘের বর্তমান কর্মকান্ডের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন তিনি। মিলন আরো জানান, দুটি ছবির কাজ হাতে রয়েছে তার। এগুলো হণো নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’ এবং সাইফ চন্দনের ‘ওস্তাদ’।