গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক:
ঈদের আর মাত্র একদিন বাকি। বিশেষ এ দিনটিতে সবারই ইচ্ছে করে সেমাই আর মাংস ভাত খেতে। তবে অনেকের ভাগ্যেই তেমন খাবার জোটে না। ঠিক এমন কিছু মানুষের জন্য ঈদ উপহার (চাহিদা মতো খাবার) ব্যবস্থা করা হয়েছে তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে।
সমিতির নেত্রীবৃন্দ ও সদস্যরা শনিবার সকালে তাড়াশ মডেল ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে করোনা পরিস্থিতির শিকার ১৫০ জন অসহায় মানুষের জন্য এসব খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করেন।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আইয়ূবুর রহমান রাজনের সভাপত্বিতে স্থানীয় সাংসদ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, সদর চেয়ারম্যান বাবুল শেখ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমূখ।