স্টাফ রিপোর্টার
উত্তরবঙ্গের মাদকসম্রাট রবিউল আলম ওরফে ভোট (৫৬) আবারও গ্রেফতার হলেন পুলিশের হাতে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ তাকে ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করে। অভিযানকালে বিপুল পরিমান ইয়াবাসহ পালিয়ে যায় মাদকসম্রাটের ছেলে সবুজ (২৯) বলে জানিয়েছেন পুলিশ।
অপরদিকে একইরাতে উপজেলার মারিয়া গ্রাম থেকে ১৫পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক আইনে ৫টি মামলা রয়েছে।
গ্রেপ্তার হওয়া রবিউল আলম ভোট উপজেলার জোকা মন্ডলপাড়ার মৃত রমজান আলীর ছেলে সে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জোকা গ্রামের নিজ বাড়ির সামনে থেকে ১৬পিচ ইয়াবাসহ মাদকসম্রাট ভোটকে আটক করে পুলিশ। এসময় তার ছেলে মাদক ব্যবসায়ী সবুজ বিপুল পরিমান ইয়াবাসহ সটকে পড়েন।
মাদকসম্রাট ভোটের বিরুেদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক আইনে ৯টি এবং তার ছেলে সবুজের বিরুেদ্ধে ৬টি মামলা রয়েছে।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সবুজকে গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও বলেন, মাদককারবারিরা যতবড় ক্ষমতাশালী হোক তাদের আইনের আওতায় আনা হবে।