
নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য এবং করোনা ভাইরাস প্রতিরোধে ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক বগুড়ার উদ্যোগে বাড়ী বাড়ী গিয়ে মাস্ক ও জনসচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহরের কলোনী এলাকার বিভিন্ন জায়গায় বাড়ী বাড়ী গিয়ে সাধারন মানুষের মাঝে এসব বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মোঃ আব্দুর রহিম প্রাং। বিতরণকালে তিনি বলেন, করোনা ভাইরাসে আতংক নয় চলো সবাই সচেতন হই। করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে প্রয়োজনীয় কাজ ছাড়া ঘড়ের বাহিরে না যাওয়া শিশু, বয়োঃবৃদ্ধ, এবং বিশেষ করে নারীদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বেশি বেশি হাত ধোয়ার কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ওব্যাট টিউটোরিয়াল সেন্টারের শিক্ষিকা মাসুমা আক্তার তানিয়া, থিঙ্ক ট্যাঙ্ক এর সহ-সভাপতি মোঃ দিপু, সাধারণ সম্পাদক মোছাঃ সাদিয়া খাতুন যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম, ক্রীড়া সম্পাদক বিবেক, প্রচার সম্পাদক সোহেব, সদস্য তারা সহ প্রমূখ।