স্পোর্টস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক পেস বোলার আশিকুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের একজন কর্মকর্তা। দেশের ক্রীড়াঙ্গনে এটাই প্রথম করোনা আক্রান্তের ঘটনা।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক এই সহকারী কোচ গত এক সপ্তাহ যাবৎ অসুস্থ বোধ করছিলেন। বিসিবির এক চিকিৎসকের পরামর্শে আজ সকালে তাকে রাজধানীর মুগদা হাসপাতালে নেয়া হয়। আশিক বিসিবি গেম ডেভলপমেন্ট-এর কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ওল্ড ডিওএইচএস ও প্রাইম ব্যাংক ক্রিকেট দলের সহকারী কোচ ছিলেন। অসুস্থ আশিক মনোবল হারাননি। বলেছেন, তার অনেক কাজ বাকি। সাহসী মনোভাব নিয়ে আরো বলেন, ‘আমরা জন্মেছি লড়াই করার জন্য।
জন্মেছি জিতার জন্য।’ আশিক যেন এই যুদ্ধ জয় করে ফিরে আসতে পারেন আবার ক্রিকেট জগতে। সকল ক্রিকেট সংগঠক, কোচ, খেলোয়াড়দের কাছে দোয়া চেয়েছেন সাবেক এই ক্রিকেটার ও কোচ।