আন্তর্জাতিক ডেস্ক :
করোনাভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশি নদী সাঁতরে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলায় গিয়েছিলেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই ব্যক্তিকে জেলার মোবারকপুর এলাকা থেকে আটক করে রোববার বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করেছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আব্দুল হক (৩০) নামের ওই তরুণ সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
শিলচরে বিএসএফের মুখপাত্র উপ মহাপরিচালক জেসি নায়েক বলেন, ‘দুই দেশের সীমান্তবর্তী নদী কুশিয়ারা সাঁতরে পার হয় ওই বাংলাদেশি। রোববার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে সে ভারতে প্রবেশ করে। গ্রামবাসী তাকে দেখতে পেয়ে আটক করে ও আমাদেরকে খবর দেয়।’
তিনি বলেন, ‘ওই ব্যক্তির দেহে জ্বর ছিল এবং অসংলগ্ন কথাবার্তা বলছিল। তিনি কোভিড-১৯ এ ভুগছেন বলে দাবি করেন এবং চিকিৎসার জন্য ভারত এসেছেন বলে জানান।’
বিএসএফ জানায়, বিষয়টি বিজিবিকে জানানো হয়। পরে দুটি নৌকায় বিজিবি সদস্যরা এসে তাকে নিয়ে যায়।
জেসি নায়েক বলেন, ‘ওই ব্যক্তি করোনায় আক্রান্ত কিনা আমাদের তা জানা ছিল না, তবে এটা স্পষ্ট যে, সে অসুস্থ ছিল। গ্রামবাসী ওই ব্যক্তির কাছে যাওয়ায় এখন করোনা সংক্রমণের আশঙ্কায় ভুগছে।’