মাহমুূদুল হাসান সবুজ:
বেগম খালেদা জিয়া ও বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম রিগ্যান নিজস্ব অর্থায়নে শহরের চকলোকমান এলাকার ২০০ কর্মহীন পরিবারকে শনিবার গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী চাউল, ছোলা ,মুড়ি,সেমাই বিতরণ করে এ সময় সংগে দলীয় নেতাকর্মী নাসিরিজ্জামান মামুন,ফারকাদ সানজি বাধন,রিমন হাসান রুমন,আতিকুল ইসলাম আতিক,সবুজ জায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।
বগুড়া জেলা ছাত্রদলের সাঃ সম্পাদক জানান, দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে ছাত্রদল জনগনের পাশে অতীতেও ছিল এবং বর্তমানে ঐক্যবদ্ধ থেকে সাধারণ অসহায় মানুষদের পাশে থেকে সাধ্যমত সহযোগীতা অব্যহত রেখেছে।