নিজস্ব প্রতিবেদক, নুরুল্লাহ টুপিঘর এর স্বত্তাধিকারী এনায়েতুল্লাহ কিয়াস এর নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার এবং করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন জনগণের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে বগুড়ার গাতবলী উপজেলার সুখান পুকুর বাজার ও লাঠিগঞ্জ বাজার সহ বিভিন্ন এলাকায় মাস্ক বিতরন করেন বগুড়া জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ মঞ্জুরুল হক মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বাবু ধন্য গোপাল সিং, সাবেক সভাপতি আলমগীর রহমান, সোনারায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাঙ্গা, নেপালতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান উল্লাহ মাস্টার, সহ-সভাপতি সিরাজুল ইসলাম রাঙ্গা, আওয়ামীলীগ নেতা সাহাজ্জল হোসেন, নেপালতলী ইউপি সদস্য উজ্জল, যুবলীগ নেতা রেজাউল, নেপালতলী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক পোলান, যুবলীগ নেতা শিমু, শ্রমিকলীগ নেতা রুহুল আমিন,নেপালতলী ইউপি সদস্য আমজাদ হোসেন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য তোফাজ্জল হোসেন, আওয়ামী লীগ নেতা শফিক, শ্রমিক নেতা বাবু, স্বেচ্ছাসেবকলীগ নেতা শিবলু, ছাত্রলীগ নেতা হাকিম, ফুল মিয়া, সবুজ, নাজিমুদ্দিন ও মুকুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।