মাহবুবুল আলম
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কোভিড নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে শনিবার বগুড়ার কাহালু থানা পুলিশের উদ্যোগে উপজেলার হাট বাজার সহ গুরুত্বপূর্ন রাস্তায় ঝটিকা অভিযান অব্যাহত। এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান, কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা, এস আই আশিকুর রহমান (আশিক), এম গাউস, খায়ের, খোকন, শামীম, গুলবাহার, মানিক, পি এস আই উৎপল কুমার বোস, পারভেজ আলী, বাবুল ইসলাম, এ এস আই ওবাইদুল ইসলাম, আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম, মাসুদ রানা, জহুরুল ইসলাম সহ কাহালু থানার অন্যান্য এস আই, এ এস আই ও পুলিশ সদস্যবৃন্দ। ইতিপূর্বেও কাহালু থানা পুলিশের উদ্যোগে কোভিড নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক সচেতনতামূলক লিফলেট, মাস্ক বিতরণ ও জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়।