নিজস্ব প্রতিবেদকঃ
ব্যতিক্রমি সহায়তা পেলেন কর্মহীন দারিদ্র্য ১২০ পরিবার। তা হলো খাসির মাংস। তারা ভাবতেই পারেনি কোউ তাদের এভাবে পাশে দাড়াবেন।
সুজাবাদ উত্তর পাড়া দাখিল মাদ্রাসার সভাপতি ও সহ-সভাপতি কমিউনিটি পুলিশিং ইউনিট ১৩ নাম্বার ওয়ার্ড এবং বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপ এর আজিবন সদস্য সৈয়দ রিজভী আহম্মেদ ফারুক তার এলাকার অসাহায়দের খাসির মাংস উপহার দিয়েছেন।
বুধবার (১৫এপ্রিল) নিজ অর্থায়নে তার গ্রামের বাড়িতে ১২০ জন অসহায় মানুষের পাশে এই মাংস বিতরণ করেন।
এর আগেও তিনি খাবার সামগ্রী বিতরণ করেছেন তাদের মাঝে। এছাড়া নিয়মিত নিজ হাতে ওই গ্রামে জিবানুনাশক স্প্রে করে যাচ্ছেন।
তরুন এই সমাজসেবক সৈয়দ রিজভী আহম্মেদ ফারক বলেন, একজন নাগরিক হিসেবে মানুুুুষের পাশে থাকা আর সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি। আমার সামর্থ অনুযায়ী প্রতিবেশিদের উপহার সরুপ খাসির মাংস দিয়েছি।
এসময় তিনি আরো বলেন, আল্লাহ যেন সবসময় মানুষের সেবা করার তৌফিক দেয়। এটাই তার একমাত্র চাওয়া।