নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের সংক্রামনকে বৈশ্বিক প্রাদুর্ভাব হিসেবে ঘোষনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মীসহ বিত্তবান ব্যক্তিদের নিজ এলাকার জনগণের পাশে থাকার আহবান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য এবং করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আসাদুর রহমান দুলু। এসময় সাথে ছিলেন সুজাবাদ উত্তর পাড়া দাখিল মাদ্রাসার সভাপতি সৈয়দ রিজভী আহমেদ ফারুক।
গত সোবার থেকে মঙ্গলবার (৩১মার্চ) এপর্যন্ত শাজাহানপুর উপজেলার বিভিন্ন স্থানে ২০০জন কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাবার সামগ্রী বিতরণ করেন।
এনিয়ে দুলু বলেন, করোন ভাইরাসে আতংকিত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা নিজেরা সর্তক থাকলেই এ ভাইরাস বিস্তার লাভ করতে পারবে না। তবে আমার এই সহযোগিতার কার্যক্রম অব্যহত থাকবে।