নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে পড়া কর্মহীনদের উপহার সামগ্রী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অব্যহত এ কর্মসূচির ধারাবাহিকতায় দিনমজুর মানুষের মাঝে
সরকার প্রদত্ত উপহার সামগ্রী সোমবার বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ড কার্যালয় উপশহরে সামাজিক দুরত্ব বজায় রেখে এলাকার অসহায় ২০০ জনের মাঝে তুলে দেন ১নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সৈয়দ সার্জিল আহমেদ টিপু।
উপহার সামগ্রীর মধ্য ছিল ১০কেজি করে চাল ও ২.৫ কেজি করে আলু।
এসময় বগুড়া সদরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ট্যাগ অফিসার) কে.এম, মুনছুর রহমান, সমাজ সেবক মোখলেছুর রহমান, ছাত্রলীগ নেতা জেমী পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
করোনার সংক্রমণ রোধে শুরুতেই এলাকায় মাস্ক, সাবান বিতরণ করেছেন।
উল্লেখ্য, এ পর্যন্ত ৭ হাজার পরিবারের মাঝে নিজ অর্থায়নে চাল, ডাল, আটা, আলুসহ নিত্যপ্রয়োজনিয় ত্রান সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন টিপু।
তিনি জানান, সরকারের পাশাপাশি সাধ্যমত নিজে সহযোগিতা চালিয়ে যেতে চেষ্টা করছি। মানুষ মানুষের জন্য এটাই হোক কামনা এটাই হোক বাস্তবতা।