নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছেন নেদারল্যান্ডের সহযোগিতায় পরিচালিত সংগঠন “ভাটরা খান চৌধুরী ডাচ্ সংঘ”।
সোমবার (১ জুন) বেলা ১১টায় উপজেলা ভাটরা ইউনিয়নের ভাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। এতে চাল, ডাল, তেল, সাবান, মাস্ক ও নগদ অর্থ সহ একটি পরিবারের এক সপ্তাহের খাদ্যসামগ্রী রয়েছে।
এসময় সমাজ সেবক মিনারুল ইসলাম খান চৌধুরী পল্লব, গোলাম কিবরিয়া খান চৌধুরী, মাহাবুবুর রহমান খান চৌধূরী, কে এম ফারুক, আকরাম হোসেন তারা উপস্থিত ছিলেন।