আমিন ইসলাম:
বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডে ১’শ জন দরিদ্র মানুষের মাঝে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ ১০ কেজি করে চাল ও আলু বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শহরের চারমাথায় ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে বিতরনের উদ্বোধন করেন বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম।
এসময় ওয়ার্ডের কর্মহীন ১’শ মানুষের মাঝে ১০ কেজি করে চাল ও আড়াই কেজি আলু করে প্রদান করা হয়। এসময় সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শিরিন সুলতানা, পৌরসভার উপ সহ: প্রকৌশলী (বিদ্যুৎ) মশিউর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার প্রশিক্ষক মোশারফ হোসেন, সমাজসেবক আব্দুর রাজ্জাক,লিটন, রাশেদ প্রামানিক প্রমুখ উপস্থিতছিলেন।
এসময় আমিনুল ইসলাম বলেন, কর্মহীন অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিতে সরকার কাজ করছে। আপনারা সবাই ঘরে থাকবেন, অযথা বাহিরে যাওয়া যাবে না। সতর্ক থাকলে আমরা সবাই ভালো থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সতর্কবাণী দিয়েছেন তা সকলে মেনে চলতে হবে। সতর্ক থাকলে কেউ ক্ষতিগ্রস্থ হবেন না ইনশাল্লাহ। নিয়মিত সবাইকে হাত ধোয়া সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।