নিজস্ব প্রতিবেদক:
সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল শাখার অন্যতম ছাত্র নেতা সন্ধান সরকার স্টাফদের হাতে তুলে দিলেন ঈদের উপহার সামগ্রী। সাধ আছে সাধ্য নেই তবুও থেমে থাকেনি সন্ধান। কারও কাছে হাত পেতে নয়, অনেক সখের প্রিয় ল্যাপটপ বিক্রি করে সেই টাকা দিয়ে ঈদ সামগ্রী কিনে এই দূর্যোগে বিতরন করে কিছু মানুষের মুখে হাসি ফোঁটানোর চেষ্টা করেছেন এই ছাত্রনেতা।
দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের উদ্যোগে, ছাত্রদলের অনেকেই সহায়তার হাত বাড়িয়ে দিয়ে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে কলেজ প্রাঙ্গণে স্টাফদের মাঝে
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন
ছাত্রনেতা সন্ধান সরকার, শুভ, অনিক আহম্মেদ, ইয়াছিন, রেহান, রাফি, শাওনসহ তরুণ প্রজন্মের ছাত্র নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া চান।