কাহালু (বগুড়া) প্রতিনিধি:
মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের অর্থায়নে ৩০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ) ও উপজেলা নির্বাহী অফিসার মো.মাছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আখেরুর রহমান, উপজেলা প্রকৌশলী আহসান হাবীব, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান (রাসেল), বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, পাইকড় ইউ পি চেয়ারম্যান মিটু চৌধুরী, মালঞ্চা ইউ পি চেয়ারম্যান মর্জিনা বেগম, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন প্রমূখ।