কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার কাহালুতে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার মালঞ্চা টু রাণীরহাটগামী পাকা রাস্তা উপর মোটর সাইকেল ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়। এসময় মোটর সাইকেল অরোহী বাদশা মিয়াকে (৩০) আটক করে পুলিশ।
কাহালু থানার উপ-পরিদর্শক (এস আই) আশিকুর রহমান আশিক এবং উপ-পরিদর্শক (এসআই) মানিক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কাহালু ফিন্সিডিল সহ বাদশা মিয়া (৩০)কে গ্রেফতার করেন এবং লাল রংঙের ১২৫ সিসি ১টি মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বাদশা মিয়া কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের এরুইল মধ্যপাড়া গ্রামের মৃত: মোজাহার আলীর ছেলে। উক্ত মোটর সাইকেলে থাকা বগুড়া ঠনঠনিয়া পশ্চিম পাড়ার ছামেদ আলীর ছেলে শাহিন (২১) পালিয়ে যান।
দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম।