কাহালু (বগুড়া) প্রতিনিধি
করোনা ভাইরাসে কর্মহীন নিম্ন আয়ের মানুষদের মাঝে সোমবার বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের বাড়ী বাড়ী গিয়ে কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেনের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ করেন জামগ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জামগ্রাম ইউ পি চেয়ারম্যান আলমগীর আলম (কামাল)। ইউ পি চেয়ারম্যান কামাল বলেন, আমরা নিজেরা যদি নিজ নিজ জায়গা থেকে কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক না হই তাহলে আমাদের সর্বনাশ আমরাই ডেকে আনবো। কারণ করোনা ভাইরাস যদি কাউকে স্পর্শ করে তাহলে শুধু ওই ব্যক্তিই মারা যাবে না পুরো ওই গ্রাম এমনকি ওই অঞ্চলটি মুত্যুপুরিতে পরিণত হবে। তাই আসুন আমরা ঘরের বাহিরে বের না হয়ে একটু কষ্ট হলেও তা মেনে নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করে করোনা ভাইরাস প্রতিরোধে যুদ্ধ ঘোষনা করি। এ সময় উপস্থিত ছিলেন জামগ্রাম ইউনিয়ন বিএনপির অন্যান্য সদস্যবৃন্দ।