কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বৃহস্পতিবার বগুড়ার কাহালু স্টেশন রোডে নিজস্ব কার্যালয়ে কাহালু নাগরিক উন্নয়ন কমিটি গঠনকল্পে এক সভা শাফিকুল ইসলাম (শফিক) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ময়নুল হোসেন তালুকদার (সুমন) এর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন কাহালু পৌরসভার সাবেক মেয়র ফরিদুর রহমান (ফরিদ), কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান, কাহালু পৌরসভার কাউন্সিলর ফেরদৌস আলম, মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন (আজাদ) প্রমূখ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে শাফিকুল ইসলাম (শফিক)কে সভাপতি এবং ময়নুল হোসেন তালুকদার (সুমন)কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কাহালু নাগরিক উন্নয়ন কমিটির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।