মুনিরুজ্জামান মুনির, নন্দীগ্রাম প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা।
রবিবার দুপুরে তার নিজস্ব কার্যালয়ে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও অসহায় মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের কারেণ কিন্ডারগার্টেন স্কুলের অনেক শিক্ষক মানবেতর জীবণযাপন করছে। কিন্তু আন্তসম্মানের কারণে কারো কাছে সাহায্য-সহযোগিতা চাইতে পারছেনা। পরিস্থিতির শিকার এসব শিক্ষকদের তালিকা তৈরী করে জেলা পরিষদের অর্থায়নে তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজীব, মশিউর রহমান, সজিব আহসান, আল-জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।