স্টাফ রিপোর্টার
প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অসহায়, ছিন্নমূল ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ চলাকালীন অবস্থায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দের ওপর ছাত্রলীগ ন্যাক্কারজনক হামলা করে।
এরই প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার সকালে শহরের নবাববাড়ি সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান।
সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি এনামুর রশীদ চন্দন, এনামুল হক লায়ন, সাফিনুর ইসলাম মিল্টন, জাহাঙ্গীর মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়ন জোয়ার্দার, আল আমিন সানু, শাহরিয়ার তমাল, আবু আশা সিদ্দিক রাকিব প্রমুখ।
এদিকে সমাবেশ চলাকালীন সময়ে ব্যানারের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়। পরে দলীয় কার্যালয়ের ভিতরে সভাপতি ও সাধারণ সম্পাদক এর হস্তক্ষেপে অনাকাঙ্ক্ষিত ঘটনার সমাধান করা হয়েছে। এরুপ ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কড়া সতর্ক করা হয়েছে।