বগুড়া প্রতিনিধি
বগুড়ার গাবতলীতে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার সুখানপুকুর বন্দর এলাকা থেকে মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- পিকআপ জাহাঙ্গীর হোসেন (২৫) ও হেলপার সোহেল (১৮)।
জানাগেছে, সুখানপুকুর বন্দরে হাফিজ জুট মিলের একটি পরিত্যাক্ত ঘর থেকে অসংখ্য মদের কার্টুন একটি পিকআপে উঠানো হচ্ছিল। এমন সংবাদ পেয়ে গাবতলী মডেল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশ মদের কার্টুন ভর্তি পিকআপসহ (ঢাকা মেট্রো ন-১৭-৬৬৫১) এর চালক ও হেলপারকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে কার্টুন থেকে ১৩৩ ক্যান রয়েল ডাচ বিয়ার, ৪৭২ ক্যান বেলজিয়াম বিয়ার এবং ৫২ বোতল বিভিন্ন ধরনের বিদেশি মদ জব্দ করা হয়। গ্রেফতারকৃত দু’জন পুলিশকে জানায় মদগুলো পিকআপে উঠিয়ে বগুড়া শহরে জলেশ্বরীতলা নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত দুইজন পিকআপের চালক ও হেলপার। বিপুল পরিমাণ মদের মালিকের ব্যাপারে বিস্তারিত জানার জন্য তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।