বগুড়া প্রতিনিধি :
প্রধানমন্ত্রীর প্রদত্ত করোনার প্রভাবে গতকাল রবিবার বগুড়ার গাবতলী মডেল থানায় ত্রাণসামগ্রী (চাউল, আলু ও মিষ্টি লাউ) ৩’শ পরিবারের মাঝে বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া।
এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমীন, গাবতলী মডেল থানার ওসি নুরুজ্জামান, বগুড়া ডিএসবির ইন্সপেক্টর আশিক ইকবাল, পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, ওসি (নিরস্ত্র) লাল মিয়া, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক আবু সাঈদ মাষ্টার, সদস্য সচিব সাজেদুর রহমান মোহন, থানার এসআই ও এএসআইবৃন্দ উপস্থিত ছিলেন।