বগুড়া গ্রামবাংলার গৃহবধুদের ধান উড়ানো (ছবিতে খবর) By দৃষ্টি ২৪ - May 17, 2020 0 227 Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp একে আজাদ: চলছে বোরো মৌসুমের ধান কাটাইমারির কাজ। চারপাশে পড়ে থাকা একটি ধানও নষ্ট হতে দিতে চাননা গৃহবধুরা। গছের নিচে হালকা বতাসে উড়িয়ে মাটির থেকে ধান গুলো আলাদা করছেন। ছবি গুলো বগুড়া সদরের সাবগ্রাম থেকে তোলা।