স্টাফ রিপোর্টার
ছিন্নমূল এবং অসহায় ৫’শত রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বগুড়া সেলস হিরোস ক্লাবের সদস্যগন।
গতকাল শুক্রবার শহরের বিভিন্ন স্থানে পিকআপ ভ্যান যোগে ঘুরে ঘুরে ইফতার সামগ্রী বিতরন করেছেন সংগঠনের সদস্যগন।
এসময় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মোরাদ রহমান- এডিমন-বগুড়া সেলস হিরোস ক্লাব ও ডিপুটি ম্যানেজার (সেলস) পেট্রোম্যাক্স এল পি জি লি:
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সকল সদস্যগন। তারা হলেন- মুনশি শামিম- ডিপুটি ম্যানেজার – জি এম আই এল পি, মাহাবুব- এ্যাসেষ্টান্ট ম্যানেজার – গ্রিন টাউন এল পি, প্রশান্ত কুমার-এ এস এম -গোডরেজ বিডি, আলম আলি- সিটি ম্যানেজার- লাভা ইন্টারন্যাশনাল হিমালয়া ড্রাগ,
মেহেদি হাসান -এ এস এম= স্ক্যান সিমেন্ট, রেজাউল করিম মারজুক-রবি, সাইক সিদ্দিকি – রিজিওনাল হেড সাইফুর কোচিং এবং পালা ও নাট্য গবেষক, রাছেল খান- এ এস এম – দি হিমালয়া ড্রাগ, মুশফিক-মার্চেন্ডাইজার কো অর্ডিনেটর- ইনটারইস্পিড, রাসেল কবির- এ এস এম-দি হিমালয়া ড্রাগ, দুরন্ত – এ এস এম – পারফেটি, উজ্জ্বল-টি এম-ইউনিলিভার হেল্থ, রকি- এ এস এম- কেসিও,
আতিক খান- এ এস এম ভিনি কসমেটিক, জাহিরুল – এ এস এম- মেরিকো বাংলাদেশ,ফরহাদ- টি এস এম-সিগমা ওয়েল, রোকনুজ্জামান ভুইঞা – টি এস ও- জি গ্যাস, সেলিম- বি এম এল পি জি, আরাফাত- যমুনা এল পি জি, রউফ- হেমাস কনজুমার, ফাইসাল- কেসোয়ান ফুড, রাকিব- প্রমিতা এল পি, সুমন- টি এস এম- ইউরো পেট্রো, মনির শেখ- টি এস এম-পারফেটি, অনুপম- টি এস ও- অরিওন এল পি জি, আ: রহিম- টি এস এম-গোদরেজ, রিমন-টি এম-কোকোলা ফুড, ফাইসাল- ষ্টান্ডার্ড ফিনিশ ওয়েল, শিমুল- টি এ-সেনা এল পি।