শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া শাজাহানপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করেছেন এনজিও সংস্থা ব্র্যাক।
ব্র্যাক মাঝিরা অফিসে উদ্যোগে শনিবার (১৫ আগস্ট) ব্র্যাক মাঝিরা এলাকা অফিসে উদ্যোগে অফিস চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণকালে প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। এ সময় ব্র্যাক জেলা সমন্বয়ক বাবলী সুরাইয়া, ব্র্যাক মাঝিরা এলাকা ব্যবস্থাপক (দাবি) হানিফ উদ্দিন, ব্র্যাক উপজেলা ব্যবস্থাপক মনছুর আলম, ব্র্যাক উপজেলা হিসাব ব্যবস্থাপক রামকৃষ্ণ, ব্র্যাক মাঝিরা শাখা ব্যবস্থাপক সেলিনা আখতার,ব্র্যাক মাঝিরা শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) সোহেল রানা, প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্র্যাক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সব শাখাতেই আলোচনা সভা বৃক্ষরোপণ কর্মসূচি শ্রদ্ধাভরে পালন করা হয়েছে।