শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বগুড়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বগুড়া জেলা শহরের সাতমাথাস্থ দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
দলটির বগুড়া জেলার শাখার সভাপতি মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, জাতীর মহা সংকট উত্তোরনের জন্য বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দল, পেশাজীবি ও সুশীল সমাজের সমন্বয়ে জাতীয় সরকার গঠনের দাবীতে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার কোন বিকল্প নেই।
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় সদস্য ও বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক গোলাম রব্বানী মন্টু, কেন্দ্রিয় সদস্য আবু জাফর, এ্যাড. শারমিন আকতার সুমা, জেলা শাখার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরকার, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, আলতাব হোসেন, জহুরুল ইসলাম, তৌফিক ইমান হিরু, মামুনুর রশিদ মামুন, হাফিজার রহমান বাবলু, আছির উদ্দিন, গৌতম শীল, সঞ্জয় কুমার সরকার, আব্দুল মান্নান, সামসুল আলম, রবিউল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা জামিল উদ্দিন, প্রশান্ত কুমার, রেজাউল করিম রেজা, মামুনুর রশিদ, জহুরুল ইসলাম প্রমুখ। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন গণফোরাম নেতা এ্যাড.আমিরুল ইসলাম, এ্যাড. ফজলুল বারী রিন্টু।