ফেনসিডিলসহ রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামানসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত প্রায় ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রিজ টোলঘর এলাকা থেকে তাদের আটক করা হয়। অপরজনের নাম সাজিদ। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানসাটে, বিশ্বনাথপুর এলাকায়। থাকেন রাজশাহীতে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক জাফরুল্লাহ কাজল। তবে কত বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়েছে এ বিষয়ে কোনও তথ্য দেননি স্থানীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা আনিসুর রহমান।
আটকৃতরা বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে প্রশাসনের জিম্মায় রয়েছেন।