জয়পুরহাট প্রতিনিধি:
নারায়নগঞ্জ থেকে জয়পুরহাটের নিজ গ্রামে আসা করোনা উপসর্গ নিয়ে ৭০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঐ এলাকার রায়গ্রাম স্কুলের অস্থায়ী আইসোলেশন বিভাগে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম মছির উদ্দিন। তিনি পাঁচবিবি উপজেলার রায়গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শহীদ জানান, মৃত মছির উদ্দিন নারায়নগঞ্জের একটি গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতেন। তিনি গত মঙ্গলবার জ্বর, সর্দ্দি, শর্দি ওও শ্বাসকষ্ট নিয়ে নারায়নগঞ্জ থেকে দুই ছেলে সহ তার নিজ গ্রামে আসেন। তারপর রায়গ্রামে অস্থায়ী আইসোলেশন বিভাগে তাদের রাখা হয়। বৃহস্পতিবার বিকেলের দিকে তার অবস্থার অবনতি হয় এবং মৃত্যু হয়।
তিনি আরও জানান, মৃত মছির উদ্দীন তার দুই ছেলে ও আইসোলেশনে থাকা দু’জনের মোট চার জনের নমুনা সংগ্রহ করে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। রাতে মৃত ব্যক্তিকে আমাদের তত্ত্বাবধানে জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে।