জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে আনোয়ার হোসেন শামিম (৪০) নামের এক ঔষধ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যবসায়ী ক্ষেতলাল উপজেলার দাশড়া সরাইল গ্রামে মৃত আব্দুল গফুরের ছেলে।
ক্ষেতলাল থানার অফিসার ইনর্চাজ সিদ্দিকুর রহমান জানান, নিহত আনোয়ার হোসেন শুক্রবার রাত ১১ টার দিকে স্থানীয় মনঝার বাজারের তার নিজ ঔষধের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে দুর্বৃত্তরা বাড়ির অদূরে তাকে এলোপাতারি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ক্ষেতলাল থানায় মামলা করা হয়েছে বলেও জানান ওসি।