জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলার বফলগাড়ী এলাকা থেকে ৩’শ ৫০ পিস টাপেন্টা এবং পেন্টাডল ট্যাবলেটসহ জহুরুল ইসলাম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জহুরুল ওই উপজেলার শিকটা গ্রামের মৃত সহির উদ্দিনের ছেলে।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার এএসপি এম.এম মোহাইমেনুর রশিদ এর নেতৃত্বে ৩’শ পিস টাপেন্টা ট্যাবলেট ও ৫০ পিস পেন্টাডল ট্যাবলেটসহ জহুরুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।