জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া গনকবাড়ি এলাকায় বজ্রপাতে সুকুমল সরকার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের পর প্রচন্ড বৃষ্টির সময় বজ্রপাতে সে মারা যায়।
নিহত সুকুমল সরকার ওওই এলাকার মৃত রাজেন্দ্রনাথ সরকারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষক সুকুমল দুপুরের দিকে তার জমির ধান কেটে বাড়ি আসার পর তার বাড়ির বাহিরের টিউবওয়েলে গোসল করছিল। এসময় প্রচন্ড বৃষ্টির সাথে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষনিক পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার বিষয়টি জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খাঁন নিশ্চিত করেছেন।