জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ৬শ ১০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ মোঃ রাসেল (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাসেল দিনাজপুর জেলার হাকিমপুর দক্ষিণ বাসুদেবপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ ও সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. মোহাইমেনুর রশিদ জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর এলাকায় র্যাবের একটি অপারেশনাল দল অভিযান পরিচালনা করেন। এসময় রাসেল নামে এক যুবকের নিকট থেকে ৬শ ১০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়।
কোম্পানী কমান্ডার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইঞ্জেকশন অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।