নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় টিএমএসএস ফাউন্ডেশনের বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগে মানববন্ধন করেছে সংশ্লিষ্ট ভুক্তভোগী এলাকাবাসী। করতোয়া নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে শাখারিয়া এলাকার আবাদি জমি, ঘরবাড়ি ও শ্মশান বিলীনের পথে। টিএমএসএসের সাথে ওই এলাকার কতিপয় ভূমিদস্যুরা বালু তুলে ওই এলাকা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
রোববার সকালে শহরের ঐতিহাসিক সাতমাথায় ওই এলাকার শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়। এদিকে মানববন্ধন শেষে মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়।
বক্তরা বলেন, টিএমএসএসের সাথে ভূমিদস্যু মাফি, মাবু, আরাফাত, সারোয়ার, রেজা, সাজুগংরা, মিলে আমাদের বনমালী, বারুইপাড়া, মন্ডলপাড়া, কবিরাজপাড়া সহ বেশির ভাগ এলাকা বিলীন হবার পথে। আমরা প্রতিবাদ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে সন্ত্রাসী লেলিয়ে দেয় টিএমএসএস।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলনবন্ধের আহবান জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তব্য রাখেন মোকছেদুর রহমান, ফয়সাল আহমেদ তোতা, আবু বক্কর সিদ্দিক, শ্রী সুবোল চন্দ্র মোদক, শ্রী কমল চন্দ্র, প্রমুখ।