নিজস্ব প্রতিবদক: র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ রুহুল আমিন (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে ঠাঁকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুহুল আমিন ওই উপজেলার জনগাও গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, র্যাব-৫ ও সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. মোহাইমেনুর রশিদ এর নেতৃত্বে মঙ্গলবার রাত ১১টার দিকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ এলাকায় অভিযান পরিচালনা করে সাড়ে ১১কেজি গাঁজা, ২শ ৯৫ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়লব্ধ নগদ ২৬ হাজার ১শ ৯০ টাকা সহ রুহুল আমিনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে রুহুল আমিনের বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা যায়।