নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত বিগত সরকার পতন আন্দোলনে নিহত, নির্যাতিত, ক্ষতিগ্রস্থ, জেলখাটা অসহায় নেতাকর্মীদের মাঝে অার্থিক সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বগুড়া শেরপুর উপজেলায় গাড়িদহ ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক শহীদ জাকির হোসেনের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়া সাবগ্রামে গুলিতে পঙ্গু যুবনেতা মনা ও ছাত্রনেতা সোহেলকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ সহ-সভাপতি সাইদুল ইসলাম, সহ-সভাপতি রাগিব ইয়াসার মানিক, ০৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল আবিদ প্রমুখ।