তাড়াশ (সিরাজগঞ্জ) থেকে গোলাম মোস্তফা:
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান ও তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলমের সাথে মতবিনিময় করেছেন তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তাদের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবদুর রাজ্জাক রাজু, নুরুল ইসলাম উজ্জ্বল, সহ-সভাপতি এম এ মাজিদ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শামীম পাভেজ, সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয়, কোষাধ্যক্ষ রোখসানা খাতুন, কার্যকরী সদস্য সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির মির্জা, দপ্তর সম্পাদক রুমান হোসেন উজ্জল প্রমূখ।
মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এদিকে অফিসার ইনচার্জ মো. মাহবুবুল আলম বলেন, তাড়াশকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য।