তাড়াশ থেকে গোলাম মোস্তফা:
তাড়াশে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাউদ্দিন চান্দু নামে এক কৃষকের গুদাম ঘরে রাখা ধান, চাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী।
উপজেলার ধাপতেতুলিয়া গ্রামের ক্ষতিগ্রস্থ ওই কৃষক বলেন, দুর্বৃত্তরা প্রথমে তার খড়ের পালায় আগুন দেয়। এরপর তার গুদাম ঘরে আগুন লাগিয়ে দিলে ধান, চাল ও আসবাবপত্রসহ কমপক্ষে দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।