তাড়াশ থেকে গোলাম মোস্তফা:
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের সাথে
মতবিনিময় করেছেন তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা।
বৃহস্পতিবার সকালে সাংসদের বাস ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপ¯ি’ত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, অধ্যক্ষ আবু সাইদ, উপজেলা জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সেরাজ সরকার, ছাত্রলীগেরে সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামিম আহাম্মেদ আকাশ, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান কবির।
সাংবাদিকদের মধ্যে ছিলেন তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের উপদেষ্টা ও সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবদুর রাজ্জাক রাজু, সংগঠনের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের তাড়াশ প্রতিনিধি গোলাম মোস্তফা, সহ-সভাপতি দৈনিক মানবজমিনের চলনবিল প্রতিনিধি এম এ মাজিদ, সাধারণ সম্পাদক দৈনিক নয়াদিগন্তের তাড়াশ প্রতিনিধি লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক খবর পত্রের তাড়াশ প্রতিনিধি কে এম শামীম পাভেজ, সাংগঠনিক সম্পাদক আমাদের নতুন সময়ের তাড়াশ প্রতিনিধি হাদিউল হৃদয়, কার্যকরী সদস্য সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম প্রমূখ।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের শুভ কামনা প্রত্যাশা করেন। একই সাথে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে সর্বদা যথাযথ ভূমিকা রাখবেন।