তাড়াশ থেকে গোলাম মোস্তফা:
সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় ট্রাক চাপায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত আরও পাঁচজন।
সোমবার সকালের এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ ফায়ার সার্ভিসের সহকারী টিম লিডার রেজাউল করিম।
এদিকে ঘটনাস্থলে জানা যায়, সকাল সারে সাতটার দিকে নারায়নগঞ্জ থেকে চট্র মেট্রো-ঢ ৮১-২১৩৭ একটি রড বোঝাই ট্রাক রাজশাহী যাওয়ার পথে খালকুলা বাজার এলাকায় ইঞ্চিন চালিত নছিমন গাড়িকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের চাপা দিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার শাহজাহাদপুর উপজেলার তালগাছি গ্রামের মানিক মিয়া (৩৬) ও তাড়াশের কালুপাড়া গ্রামের মৃত মোন্তাজ প্রামানিকের ছেলে ময়নাল হোসেন (৩৩) মারা যান। একই সঙ্গে গুরুতর আহত হোন পাঁচজন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার এস আই রফিকুল ইসলাম বলেন, একটি লাশ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে । আর একটি পরিবারের লোকজন নিয়ে গেছেন।